পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ- নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সিমান্তের নওগাঁ ব্যাটালিয়ন অর্থাৎ (১৬ বিজিবি) এর সহকারী পরিচালক বিজিডি ও ৩১৪ এডি মোঃ রবিউল ইসলাম পিবিজিএম এস মহোদয়ের নেতৃত্বে নিতপুর বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় সিমান্ত পিলার নাম্বার ২৩১ ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে দেউলিয়া নামক স্থান থেকে মালিক বিহীন একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যাহার ওজন ৭৬ কেজি আনুমানিক সিজার মূল্য (৭৬ কেজি ৫০,০০০)৩৮,০০,০০০টাকা।