গতকাল (০৪ সেপ্টেম্বর ২০২৩) তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে র্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে একটি বিশেষ দল ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার কয়রা গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম শহিদ (৪৩) , ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বৈশর গ্রামের মো: মজিব মিয়ার ছেলে মো: রাশেদের কাছ থেকে ৬৭ (সাতষট্টি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। যার অবৈধ বাজার মূল্য প্রায় ১০(দশ) লক্ষ ০৫(পাঁচ) হাজার টাকা মতো এবং একটি সাদা রঙের পুরাতন প্রাইভেট কার উদ্ধার করতঃ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীদ্বয় মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীদ্বয় মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান। ধৃত আসামীদ্বয়‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.