রিপোর্টার:-এ কে এম আজাদ
গাজীপুর সিটি উন্নয়ন হতে বঞ্চিত হয়েছে ঢাকা -ময়মনসিংহ রোডের অতি সন্নিকটে গাজীপুর সিটি করর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ভূষিরমিল রোড ও কামারজুরী রোডের মধ্যবর্তী
সংযোগ রোড বাইতুল ফালাহ্
মসজিদ রোড,সাহারা খাতুন আইডিয়াল স্কুল রোড(বাইতুশ
শফিক মসজিদ রোড)ও বটতলা রোড(চেয়ারম্যান বাড়ি কবরস্থান রোড) এবং সাহারা খাতুন আইডিয়াল স্কুলের দক্ষিণে সাহারা খাতুন আইডিয়াল স্কুল ও বটতলার সংযোগ রোড।গাজীপুর সিটি কর্পোরেশনের
উন্নয়নের চিত্র চোখে পড়ার মতো। উন্নয়নের শীতল হাওয়া হতে বঞ্চিত হয়েছে ৩৫
নং ওয়ার্ডের এই এলাকার নিরীহ বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা গুলো। চলমান এই রাস্তা গুলো দিয়ে প্রতিদিন স্কুল -মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ শতশত গার্মেন্টস শ্রমিক ভাই -বোনেরা পায়ে হেটে চলাফেরা করে এই রাস্তা গুলো দিয়ে।
সামান্য বৃষ্টি হলেই সীমাহীন কষ্ট উপেক্ষা করে সকালে
যেতে হয় কর্মস্হলে,সারা দিনের হাড়ভাঙ্গা পরিশ্রমের পর
রাতে ফিরতে হয় নীড়ে। গাজীপুর সিটি কর্পোরেশনের
অত্যান্ত অবহেলিত, উন্নয়ন হতে বঞ্চিত এই এলাকার
জনমানুষের আাশা যেন এই এলাকায় ড্রেনসহ রাস্তার ব্যবস্হা করে জনজীবনে কষ্টের লাঘব হয়, সেই প্রত্যাশায়
এই এলাকার সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষেরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.