রিপোর্টার //মোঃ রাজন ইসলাম রাজু
গাজীপুরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফার্মেসি ওষুধের দোকান জহির মার্কেট লতিফ মার্কেট একাধিক এলাকা জুড়ে রয়েছে ওষুধের দোকান। নেই কোন তাদের প্রাতিষ্ঠানিক ট্রেনিং কোন ড্রাগ লাইসেন্স চলেছে এই ওষুধের ব্যবসা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দেখানো হচ্ছে রুগী দেওয়া হচ্ছে ঔষধ এলাকার সহজ সরল মানুষগুলো বুঝে না বুঝে নিয়ে যাচ্ছে এই ঔষধ সেবন করছে তাদের পরিবার খেয়ে সুস্থ হওয়ার নামে অসুস্থ হচ্ছে গোটা এলাকা এ সমস্ত ফার্মেসী গুলা দেখার নেই কোন সরকারি বেসরকারি আইনের কোন সুব্যবস্থা আর এই ফার্মেসিগুলো থেকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব এবং এলাকাবাসী হচ্ছে অসুস্থ তাই এলাকাবাসীর দাবি সরকার যেন অতি তাড়াতাড়ি এই লাইসেন্স বিহীন ফার্মেসি গুলোর ব্যবস্থা নেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.