ঝালকাঠির সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন।
ঝালকাঠির ভান্ডারিয়া উপজেলার ছত্রকান্দায় পুকুরে পড়ে যাওয়া বাস।
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
infotvbd কে
তিনি বলেন, সদর উপজেলার ছত্রকান্দায় দুর্ঘটনা ঘটে। বাসটি ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি শহরে যাচ্ছিলো।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি শহরে যাচ্ছিলো বাসটি। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর থেকেই খুলনার সঙ্গে ঝালকাঠির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।