অদ্য ১ লা আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ১৯.২০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হোন্ডা রোড সংলগ্ন সেনা কল্যাণ ভবনের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)জনাব মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশনায়,টঙ্গী পশ্চিম থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে, টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ ফরিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে, ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। (১)মোঃ নাইম (৩০), ২। রফিকুল ইসলাম (৪০), ৩। রবিউল ইসলাম (২৭)। আসামীদের দখল হইতে ২২০ পুড়িয়া হেরোইন, ওজন ২২ গ্রাম, আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা। এ মাদক ব্যবসায়ীরা টঙ্গী গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মরণ নেশা হেরোইন ক্রয় বিক্রয় করে আসছে। জড়িত থাকা আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানায় ১ টি মামলা হয়েছে, নাম্বার ০৪, তারিখ-০১/০৮/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর সহিত infotv চ্যানেলটি কথা হলে,তিনি বলেন মাদক ব্যবসায়ী ৩ জনকে আমরাআটক করতে সক্ষম হয়েছে বাকিদের কেউ গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে তিনি আরো বলেন চুরি ছিনতাই ডাকাতি মাদক ব্যবসায়ীদের ধরতে সব সময় অভিযান অব্যাহত থাকবে।