গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোসাঃ স্মৃতি বেগম (৩২) কে ২৫০ (দুইশত পঞ্চাশ) পুরিয়া হেরোইনসহ (ওজন ২০ গ্রাম) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ । ২ই আগস্ট বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ ঘটিকার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের দিক নির্দেশনায় এএরশাদনগর এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে হেরোইনসহ ৩ নং ব্লক থেকে মৃত সৈয়দ মুন্সির মেয়ে ও লালু মিয়ার স্ত্রী মোসাঃ স্মৃতি বেগম কে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, স্মৃতি বেগম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে বলে জানা যায় ।পরে infotvbd চ্যানেল এই বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে। স্মৃতি বেগম চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।