শনিবার, ৫ আগস্ট, ২০২৩
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ময়মনসিংহ ঢাকা মহাসড়ক সংলগ্ন টঙ্গী মধুমিতা রোড থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ ডাকাত কে গ্রেফতার করেছেন গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন দত্তপাড়া (জহির মার্কেট কসাই বাড়ী) মৃত ফারুকের ছেলে মনির হোসেন(২৫) । ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মনিয়ন (চৌধুরী বাড়ি) গ্রামের আঃ মজিদ চৌধুরীর ছেলে শুভ চৌধুরী (২৫), কিশোরগঞ্জ ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের মালেকের ছেলে আশিক (২৬), গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পশ্চিম আরিচপুর ( বাসা নং ৪১, আমজাদ আলী গার্লস স্কুল রোড) এলাকার সিদ্দিক শিকদারের ছেলে মোঃ রাসেল (৩০), ফরিপুর জেলার ভাংগা থানার তাড়াইল বাজার এলাকার শামীমের ছেলে মোঃ রাফি (২৫), তারা সকলে গাজীপুর টঙ্গী সহ বিভিন্ন এলাকায় বসবাসকরে।
শনিবার (৫ আগস্ট) দুপুর ২ টায় এক প্রেস রিলিজ এর মাধ্যমে সাংবাদিকদের অবগত করেন টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ জিএমপি জানান। শুক্রবার দিবাগত রাতে ৫ আগস্ট শনিবার রাত ১২.৪৫ মিনিটে গোপন সংবাদের সুত্রে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আসামীদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরির মামলাসহ একাধিক মামলা আছে বলে সাংবাদিকদের জানান। ০১ টি সুইচ গিয়ার ও ০৪ টি ছুরি উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয় এবং আসামিদে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।