০৫ আগস্ট ২০২৩, ২১:৫
গাজীপুর টঙ্গীতে ইয়াবাসহ পাইকারি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।সাংবাদিকদের বলেন এর আগে শুক্রবার রাত পৌনে ১১টায় টঙ্গী পূর্ব থানার উত্তর পাশে ড্রাগ ইন্টারন্যাশনাল ঔষধ কোম্পানির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারির নাম শাকের আহমদ ওরফে শাকিল (৩০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা গ্রামের মরহুম হাসান সওদাগরের ছেলে।জিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার সামনে অভিযান চালায়। শাকিল তখন মাদকের চালান নিয়ে মজনু নামে গাজীপুরের এক পাইকারি মাদক কারবারির জন্য অপেক্ষা করছিলেন। চালান হস্তান্তরের আগেই পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তার থেকে উদ্ধার তিন হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় নয় লাখ ৯০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিল জানান, তিনি কক্সবাজারের আবু তালেব নামের এক পাইকারি মাদক কারবারি থেকে ইয়াবা কিনে গাজীপুরের পাইকারি মাদক কারবারি মজনুর কাছে সরবরাহ করতে। তার এ স্বীকারোক্তি অনুযায়ী ওই দুই পাইকারি মাদক কারবারিকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আসামি শাকের আহমদ ওরফে শাকিলের বিরুদ্ধে টেকনাফ থানায় গত ২৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় একটি মামলা (নং-৭১) হয়েছে বলেও পুলিশ সাংবাদিকদের জানায়।