মোঃ মুজাহিদুল ইসলাম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে,টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ কায়সার হাসান ফারুক ও সঙ্গীয় ফোর্স সহ একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৬/০৮/২০২৩ তারিখ ০০.৩০ ঘটিকার সময় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০২ অবৈধ মাদক ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলো
১। মোঃ আকবর আলী (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-নীলমালা, সাং-আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর।
আসামী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।
১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০১৯, ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২। টঙ্গী পূর্ব থানার মামলা নং-০৮, তারিখ-১০/১০/২০১৯, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৩। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫১, তারিখ-২৮/০৯/২০২২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৪। পূবাইল থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২২, ধারা-৪১/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। প্রেস ব্রিফিং য়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন, অত্র থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে এবং সব সময় অব্যাহত থাকবে।