১৩ আগস্ট ২০২৩
গাজীপুরে চোরাই আটোরিকসাসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর গাছা মেট্রো থানাধীন মধ্য খাইলকুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাতে ৮টি ব্যাটারী চালিত চোরাই অটোরিকসাসহ চোর চক্রের সক্রিয় সদস্য লাক মিয়কে (৩২) গ্রেফতার করা হয়েছে।
লাক মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বুড়বুড়িয়া গ্রামের মৃত দানা মিয়ার ছেলে। সে মধ্য খাইলকুর মোল্লা মার্কেট এলাকার মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।infotv চ্যানেলকে
পুলিশ জানায়, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্য খাইলকুর এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্য লাক মিয়াকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ওই এলকার ১টি রিকসা গ্যারেজ থেকে ৮টি ব্যাটারী চালিত চোরাই অটোরিকসা উদ্ধার করা হয়।এ ঘটনায় গাছা থানায় মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে infotv চ্যানেলকে বলেন, লাক মিয়া দীর্ঘদিন ধরে চোরাই রিকসা কেনা-বেচার সাথে জড়িত। তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চোরাই রিকসাগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।