গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১২/০৮/২০২৩ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-মোঃ আঃ আজিজ, মাতা-রাশেদা বেগম, স্থায়ী: গ্রাম-এরশাদনগর হোল্ডিং-২০২, ব্লক-৬, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।
আসামী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে infotv চ্যানেলকে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন। টঙ্গী পূর্ব থানা এলাকায় সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে এবং সব সময় থাকবে।