মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে মুধুমিতা এলাকার শেরে বাংলা রোড সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের অফিসে এ আয়োজন করা হয়। এ সময় ড্রীম ফাউন্ডেশনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিল মো. আবুল হোসেন।বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো বিল্লাহ হোসেন, ৫৬ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল মাদবর, দুলাল,কামাল হোসেন, বাদশা খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।