গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর এলাকার জনৈক সিদ্দিকুর রহমানের বাড়ির তৃতীয় তলা থেকে বানু বেগমের (৫০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। নিহত বানু বেগম নরসিংদী জেলার শিবপুর থানার কুতবারটেক গ্রামের মৃত জহর আলীর মেয়ে।
পুলিশ জানায়, বানু বেগম ২৫ আগস্ট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর এলাকায় তার ছোট মেয়ে শাহনাজের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন শনিবার রাতে ওই বাসায় বড় মেয়ে রহিমাও আসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে (ভিকটিম) গলা কাটা অবস্থায় ঘরের মেজে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে গাছা থানার এসআই এহসানুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায় গুরুতর আহত অবস্থায় বানু বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বড় মেয়ে রহিমা পলাতক রয়েছে।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কি কারণে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।