রিপোর্টার//মোঃ মেহেদী হাসান সোহাগ।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।২৯ শে আগস্ট ২০২৩ ইং তারিখ মঙ্গলবার রাতে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড পাগাড় ঢাকা ডাইং রোডে আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজে ৪৩ নং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ ইয়াসিন আহামেদ এর সভাপতিত্বে, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আলী আহমেদ মিঠুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল খানের সঞ্চালনা ও পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন মনি সরকার, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শামীম ইসতিয়াক,৪৩ নং ওয়ার্ড জাতীয় শোক দিবস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন সোহেল, ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দরা। আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন,বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং কিছু বিপদগামী সেনা সদস্য পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে এবং তাঁর সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিকল্পনা নষ্ট করে অবহেলিত বাংলাদেশ কে উন্নয়ন বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে।