রিপোর্টার//মোঃ দেলোয়ার হোসেন
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র থানাঘাট এলাকা হতে ৯৯০ পিচ প্রাণঘাতী নেশার ইনজেকশনের চালানসহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব-১৪ এর চৌকস টহলদল।
ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সোমবার (২৮ আগস্ট ২০২৩) তারিখ বিকাল সাড়ে পাঁচটার দিকে র্যাব-১৪ সিপিএসসি টিটিসি ময়মনসিংহ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯০ পিচ নেশার ইনজেকশন সহ মোঃ আজাদ আলী (৬০)কে গ্রেফতার করে।
আজাদ আলী দিনাজপুর জেলার হাকিমপুর থানার বই গ্রামের মৃত নাজির উদ্দিনের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারে জড়িত বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। উল্লিখিত বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ বাদী হয়ে আজাদ আলীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। আসামীদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার” স্লোগানে র্যাব যুব সমাজ তথা দেশকে মাদক, সন্ত্রাস, মুক্ত বাংলাদেশ গর্ব।