টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথকভাবে অভিযানে ৯৯০ পুড়িয়া হেরোইন ওজন (৯৯) গ্রাম যার মূল্য অনুমান ৭,৯২,০০০/- টাকা সহ ১২ (বার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১২ ( বার) জন মাদক ব্যবসায়ী ১. মোঃ রুবেল মিয়া (৩৫) , ২. মোঃ মুরাদ হোসেন (৪২), ৩.মোঃ চাঁন মিয়া (৩৬)সহদ, ৪. মোঃ রমজান (৩৩), ৫. মোঃ আরিফ (৩০), ৬. মোঃ নয়ন মিয়া (৩৫), ৭. মোঃ রাসেল আহাম্মেদ @ রনি (২০), ৮. নয়ন মিয়া (২৪), ৯. মুনসুর মোহাম্মদ সুমন (৩৫), ১০. মোঃ শরিফুল (২৯), ১১. আনোয়ার (১৯), ১২. মোঃ সফিকুল ইসলাম (৩৮) দেরকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে
১। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৬, তারিখ-১৩/০৯/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৭, তারিখ-১৩/০৯/২০২৩। ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , ৩। টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৮, তারিখ-১৪/০৯/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।