আজ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ সোমবার ময়মনসিংহ রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে রেঞ্জের মাসিক অপরাধ সভা এবং জুলাই/২০২৩ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) সহ রেঞ্জ ও আওতাধীন সকল জেলার পুলিশ সুপারবৃন্দ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।
জুলাই ২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, জন-গ্রহণযোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিবিধ মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মনোনীত হয়েছে ময়মনসিংহ জেলা। সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।