ময়মনসিংহের হালুয়াঘাট দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। হালুয়াঘাট দলিল লেখক সমিতির আয়োজনে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান সকল সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সফলতার কামনা করে বলেন, এটা অত্যন্ত আনন্দের ও খুশির খবর আমাদের মাননীয় এমপি মহোদয় আপনাদের কমিটি গঠন করে দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দলিল সম্পাদন করে নিশ্চয় সর্বসাধারণ উপকার পাবে বলে প্রত্যাশা রাখি। উক্ত সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতার আশ^াস ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির সভাপভি মোঃ দেলোয়ার হোসেন কাঞ্চন, সিনিয়র সহ-সভাপতি আবু হান্নান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সিনিয়র সহ সম্পাদক মেহেদী হাসান, সহ-সম্পাদক আশীষ সরকার, অর্থ সম্পাদক নিকুঞ্জ বসাক