রিপোর্টার //বশির আলম ,
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারন বলেছেন, মানবতা আজ চরমভাবে ভূলুণ্ঠিত। বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, ৭৮ বছর বয়সী বয়োবৃদ্ধ একজন নারী এবং সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী গুরুতর অসুস্থ হওয়া সত্বেও তাকে সুচিকিৎসার সুযোগ দেয়া হয়নি। তার প্রতি ন্যুনতম মানবতা দেখানো হয়নি। বরং তার প্রতি চরম অমানবিক আচরণ করা হচ্ছে।
তিনি বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় আসীন হওয়ার পর এই সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে মানবতার সকল সীমা লঙ্ঘন করেছে।
বুধবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি, অসুস্থ বিএনপি দলীয় নেতাকর্মী ও দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিবর্গের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান সরকার বলেন, এলাকার ছেলে- মেয়েদের যাতে কষ্ট করে উত্তরা বা ঢাকায় যেতে না হয় সেজন্য টঙ্গী-গাজীপুরে অনেক মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৪ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সমাজ উন্নয়নে তাদের কোনো অবদান না থাকলেও উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ইতিহাস বিকৃতি ও আমাদের অবদান মূছে দিতে চাচ্ছে।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, মো. আক্তারুজ্জামান, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, মাওলানা আব্দুস সালাদ, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা আজিজুল হক রাজু মাস্টার, আতাউর রহমান আতিক, রাতুল ভূইয়া, আলী আহমেদ টুকু, ছাত্রদল নেতা রবিউল ইসলাম আহাদ, মো. ইউসুফ, সুমন লস্কর, মহানগর ছাত্রদল নেতা তাশিক সরকার, ইয়াসিন সরকার ইয়ন, আকিব সরকার প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, বেগম খালেদা জিয়া পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন, জিডিপি উন্নয়ন, অর্থমন্ত্রী সাইফুর রহমানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে রাইজিং এরাইজিং টাইগার হিসেবে সারা পৃথিবীতে বিখ্যাত করে বাংলাদেশের মর্যাদা পৃথিবীতে অনেক উন্নত করেছিলেন। আর বর্তমান স্বৈরাচারী সরকার সারা পৃথিবীতে আমাদের দুর্নাম ছড়িয়ে দিয়েছে। বিশ^ এখন জানে, এদেশের সরকার ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর, লুটেরা এবং এ দেশের সরকারী দলের ছেলেপেলেরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। যত ধরণের খারাপ কাজ আছে সব খারাপ কাজে তারা লিপ্ত।