রিপোর্টার //বশির আলম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গাজীপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগরের ৫৩ নং ওয়ার্ডে বড়দরা কাঁঠাল দিয়ে এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এর বাসায় মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল বুধবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সাইফুল ইসলাম বলেন,আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তারা সদস্য প্রণয়ন ক্ষেত্রে এমন লোকের নাম দিবেন যারা প্রকৃত অর্থে আওয়ামী লীগ কে ভালোবেসে রাজনীতি করে। কোন হাইব্রিড মাদক ব্যবসায়ী পরিবারের সদস্য অন্য রাজনীতির সাথে যুক্ত এমন কোন লোককে সদস্য ফরম জমা দিবেন না। যদি কোন ভুল করেন এর দায়ভার আপনাদের নিতে হবে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ইঙ্গিত দিয়েছেন অতি দ্রুত সময় কমিটি দিবেন। সামনে জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধ হতে হবে, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমরা কেউ ভালো থাকবো না, একেক জন ভেঙ্গে মেচাকার হয়ে যাব। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জুর করিম রনির সভাপতিত্বে মহানগর যুবলীগ ও র্বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।