রিপোর্টার// আব্দুল খালেক সুমন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি`র সদর দপ্তরের সভাকক্ষে ১২/১০/২০২৩ খ্রি. সকাল ১২.০০ ঘটিকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ জিয়াউল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা (ক্রাইম এন্ড অপারেশন) ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার, কৃষি বিপণন ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তাবৃন্দ। সভায় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি এর কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার সবাইকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সচেতন থাকতে নির্দেশ প্রদান করেন।