নিজস্ব প্রতিবেদক//
টঙ্গী পূর্ব থানা এলাকায় শারদীয় দুর্গোৎসব /২০২৩ এর প্রতিমা বিসর্জন প্রসঙ্গে। অদ্য ইং ২৪/১০/২০২৩ তারিখ ১৫.৩০ হতে ১৯.৪০ ঘটিকা পর্যন্ত শারদীয় দুর্গোৎসব/২০২৩ উপলক্ষে টঙ্গী পূর্ব থানা এলাকায় নিম্নলিখিত ০৭ টি মন্দিরের প্রতিমা পর্যায়ক্রমে শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ হয়েছে।১. সার্বজনীন শ্রী শ্রী সেবা সংঘ, সাং-মরকুন পূর্ব পাড়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর।২.সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, সাং- মরকুন, থানা- পূর্ব, জিএমপি, গাজীপুর।৩. সৃষ্টি কল্যান সংঘ, সাং- শিলমুন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, থানা- পূর্ব, গাজীপুর মহানগর।৪. সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডব, সাং-পাগাড়, থানা- টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর।৫. পাগার শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডব, সাং-পাগাড়, ভেদু বাবুর বাড়ী, সূর্যোদয় স্কুল রোড, থানা- টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর৬. সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডব, সাং-পাগাড়, বীর মুক্তিযোদ্ধা সুবাস রোড, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর
৭. সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডব, সাং-দত্তপাড়া, সুমন্ত সরকারের বাড়ী, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর শারদীয় দুর্গোৎসব/২০২৩ উপলক্ষে টঙ্গী পূর্ব থানা এলাকায় নিম্নলিখিত ০২ টি মন্দিরের প্রতিমা বিসর্জন করা হবে না। প্রতিমা ০২ টি মন্দিরে স্থায়ীভাবে থাকবে।১. সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, সাং-টঙ্গী বাজার, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর ২. শ্রী শ্রী দূর্গা মন্দির, সাং-হিমারদিঘী আমতলী, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর অতএব, আপনার সদয় অবগতির জন্য দাখিল করলাম।