বিশেষ প্রতিনিধি:আকরাম হোসেন
২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ধানেরশীষ প্রতিকে সকালে বহেরাতলা দক্ষিন ইউনিয়নের বহেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান বডবাডির রেজাউল নামের এক যুবক।সেখানে যাওয়ার পথে তাকে ভোট দান থেকে বিরত থাকার জন্য হুমকি দেয়া হয়।তাসত্বেও রেজাউল ভোট কেন্দ্রে যায় এবং ভোট প্রদান করে।ভোট দিয়ে বের হওয়ার পর তাকে আওয়ামী সন্ত্রাসীরা ঘিরে ফেলে ও ব্যাপক মারধর করেন ও গুরতর আহত হন।ভুক্তভুগি জানান রোমান ফরাজি নামের ওই সন্ত্রাসী চেয়ার নিয়ে ভোট কক্ষে অবস্থান করছিলেন যার ফলে ভোট দেয়ার সাথে সাথে তাকে নিচ তলায় নামিয়ে মুক্তার মাদবার,টোকন মৌলভী,রোমান ফরাজি,রিপন মুন্সি,মানিক ফকিরের ছোট ছেলে শফিক,ও আওয়ামী সন্ত্রাসীরা তাকে লাঠি ও দেশিয় অস্রসহ হামলা করে। হামলার একপর্যায় রেজাউল মাটিতে লুটিয়ে পডে।তার মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।তার মাথা ফেটে যায়।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায় ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর সেই রোমান ফরাজি মাদারীপুর ১ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লা নুরুদ্দিনের সাথে গাডি বহরে একসাথে দেখা যায়।
রেজাউলের সাথে কথা হলে তিনি জানান অতি দ্রুত থানায় একটি হত্যাচেস্টা মামলার প্রস্তুতি চলছে।