সোহাগ মিয়া
নিজস্ব প্রতিবেদন
গত ৫ই জুলাই ২০২৪ রেলওয়ে পরীক্ষা অংশগ্রহণ করে হাজার হাজার ছাত্র-ছাত্রী। সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুদিন পর বেশ কিছু গণমাধ্যমে নিউজ আসে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। যেখানে নিউজ আসে ৫১৬ টি সিটের বিপরীতে ৭০০ প্রশ্নপত্র ফাঁস হয়। এই নিউজ সারাদেশে ছড়িয়ে পড়লে বেশ কিছু প্রশ্ন ফাঁস চক্রকারীর বিপিএসসি কর্মকর্তাকে গ্রেফতার এবং জেলে পাঠানো হয়।
তারপরও এখন পর্যন্ত বিপিএসসি পরীক্ষা বাতিল করে নাই। তার পরিপ্রেক্ষিতে ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ (ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ডুয়েট, গাজীপুর ) গাজিপুর দুই শতাধিকের উপরে ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশগ্রহণ করে। যারা প্রত্যেকেই চাকরি প্রত্যাশী।
জানানো যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে দাবি নিয়ে আন্দোলোনের ডাক এবং লং মার্চ টু বিপিএসসির ঘোষণা দেয় “সাধারণ ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ” থেকে।
অতপর দাবিগুলো ব্যাখ্যা করে বিপিএসসি কে ২ কার্য দিবসের আল্টিমেটাম দেওয়া হয়।এর মধ্যে দাবি না মানলে লং মার্চ টু বিপিএসসি ঘোষণা করা হবে।
প্রাথমিক দাবিগুলো:-
১।বিপিএসসির চেয়ারম্যান ও তার কমিশনসহ পদত্যাগ এবং বিপিএসসি কে নতুন করে সংস্কার করা।
২। রেলওয়ের প্রশ্ন ফাঁসে জড়িতদের সঠিক তদন্ত করে কঠিন শাস্তির ব্যবস্থা করা যাতে পরবর্তী আর কোনো পরীক্ষা এরকম দুর্নীতি না হয় এবং এ পরীক্ষা বাতিল করে পুনরায় রেলওয়ের পরীক্ষা গ্রহণ করা।
৩।একটি আবেদনে একটি পরীক্ষার ব্যবস্থা করা।
৪।আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করা।
৫।সকল নিয়োগ ও অন্যান্য কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করা।
দুই কার্য দিবসের মধ্যে আমাদের এ দাবি গুলোর পক্ষে ব্যবস্থা বা কোনো প্রকার আশ্বাস(মৌখিক বা লিখিত) না দিলে আমরা লং মার্চ টু বিপিএসসি ঘোষণা করবো ইনশাআল্লাহ এবং সেটা স্বল্প সময়ের মধ্যে জানানো হবে।