মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে আয়শা খাতুন ( ৪২) নামের এক মহিলাকে মারপিটের অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে।
এসময় তার দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা।
আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় পৌরসভার দমদমা খুলুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগী আয়শা খাতুন পাঁচবিবি থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার খুলুপাড়া মহল্লার শফিকুল গংয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি জমা নিয়ে শত্রুতা চলে আসছিল।
আজ ১০অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আয়েশার বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এতে সে নিষেধ করায় তার ওপর হামলা করে তারা।
এ বিষয়ে অভিযোগকারী আয়েশা খাতুন বলেন, বিবাদীগণ কর্তৃক যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছি।
অভিযোগ বিষয়ে শফিকুল আলম চৌধুরী বলেন, আমার বোনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোন মারধর করিনি।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)কাওসার আলী বলেন,তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।