মোঃ দেলোয়ার হোসেন , পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে টিএন্ডটির পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক উপজেলার নাকুড়গাছী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু সকালে টিএন্ডটির পশ্চিম পাড়ায় জনৈক শরিফের নির্মানাধীন একটি তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য উপরে উঠলে অসাবধানতায় অবস্থায় সেখান থেকে পড়ে যায়।
এসময় শ্রমিকেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, এবিষয়ে কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্ নেওয়া হবে।