নাজমুল আলম মুন্নাঃ
সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বুধবার সকাল ১০ ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং রূপান্তরের সার্বিক সহযোগীতায় শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গনে “পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক গাজী। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ সোহেল রানা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ সাগর আলী।
কর্মসূচীর আওতায় বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিদ্যালয়ের আশপাশে অবস্থিত দোকানগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব প্রচার, গণ প্রতিশ্রুতি লিপিবদ্ধকরণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও বর্জ্য থেকে তৈরি শিল্পের প্রর্দশনীতে স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন প্রতি বৃহস্পতিবার স্কুল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালু রাখার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় প্রাঙ্গন নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সর্বশেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং বর্জ্য থেকে তৈরি শিল্পের বিজয়ীদের হাতে একে একে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের প্রতিনিধিগণ, রূপান্তরের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রোগ্রামের সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।