মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন ডা. তরুন কুমার পাল।
৭ ডিসেস্বর বৃহস্পতিবার সকালে তিনি ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. সামছুজ্জোহার কাছ থেকে তিনি উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ উপজেলায় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসাবে তাকে বদলী করা হয়।
এর আগে ডা. তরুন কুমার পাল ফরিদপুরের ভাংগা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ হিসাবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়ালেখা শেষ করে ৩৩ তম বিসিএস পরীক্ষায় ক্যাডার প্রাপ্ত হয়ে মেডিকেল অফিসার হিসাবে চাকুরী শুরু করেন। তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। ডাঃ তরুন কুমার পাল একজন শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ । ব্যক্তি জীবনে তিনি একমাত্র কন্যা সন্তানের জনক।
নবাগত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা, কর্মচারীগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন