আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা ভাংচুর ও বাড়ি নির্মানে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মােছাঃ ফাতেমা রত্না তার সৎভাই রাব্বি হোসেন ও সুমেল হোসেন সহ চার জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জমি জমা নিয়ে বিরোধের জেরে ফাতেমা রত্না’র সৎভাই বাড়ি ছেড়ে দিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করছেন। ১৪ নভেম্বর দুপুরে নির্মান শ্রমিক বাড়ির সীমানা প্রাচীর ও রাস্তার কাজ করার সময় তাদের মারধর করে বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করে। বাড়ির গেইট ও বাহিরে থাকা নির্মান সামগ্রী রড ও চেয়ার টেবিলসহ অন্যান্য মালামাল জোর পূর্বক ট্রাকে ভরে নিয়ে যায়। এসময় নির্মান শ্রমিকদের ও হুমকি প্রদান করে।
নির্মান শ্রমিক সাইমন বলেন, আমরা উপরে কাজ করছিলাম কয়েকজন এসে আমাদের কাছে বড় হ্যামার চেয়েছে পরে নিচে থাকা হাতুড়ি দিয়ে গেইট খুলেফেলে।
নির্মান শ্রমিক সেলিম মিয়া বলেন, আমরা প্লাস্টারের কাজ করছিলাম হঠাৎ করে দুজন লোক এসে হাতুড়ি দিয়ে গেইট ভেঙে গেইট সহ মালামাল নিয়ে চলে যায়।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে