টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব আউচপাড়া এলাকায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুবুল আলম শুক্কুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদয়ানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মাহাবুবুল আলম শুক্কুর বলেন, বিগত ১৬ টি বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল নির্যাতন সহ গুম খুন করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা। বর্তমানে কিছু বিএনপির নেতারা ওইসব আওয়ামী দোসরদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যাহা বিএনপির নির্যাতিত নেতাকর্মী সহ দলের সাথে বেইমানীর সামিল। ওইসব আওয়ামী দোসরদের কোন আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য আহ্বান জানান। এসময় তিনি দেশ ও জনকল্যাণে কাজ করার লক্ষে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভার পর দেশ ও জাতির কল্যাণসহ সকল শহীদ ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।