আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কানসাট ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মাওলানা মোঃ কেরামত আলী।
কানসাট ক্লাবের সভাপতি শহিদুল হক হায়দারী শহীদ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল মুলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা), শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
উদ্বোধনী খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে রাজশাহী ফুটবল দল বনাম রংপুর ফুটবল দল।
নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ হয়। ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে রাজশাহী ফুটবল দল কে হারিয়ে রংপুর ফুটবল দল জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন মোঃ সোহাগ, মিজানুর রহমান ও বাবুল আকতার।