মো: শাহজালাল দেওয়ান,উ্ত্তরা,ঢাকা:
ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও কর্মীসভা গতকাল রবিবার রাজধানীর উত্তরার আজমপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উত্তরা, দক্ষিণখান, খিলক্ষেত, উত্তরখান, তুরাগ, বিমানবন্দর, এবং পাশ্ববর্তী এলাকার রাজপথ মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক এস আই টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব হাজী মোস্তফা জামান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,এম এ কফিল উদ্দিন আহমেদ,মোস্তাফিজুর রহমান সেগুন,আক্তার হোসেন,মো. আফাজ উদ্দিন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হাজী মো. হেলাল উদ্দিন তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন দেওয়ানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শরিফ, যুবদলের সভাপতি মো. অপু সিকদার, এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রুবেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ মো. আলাউদ্দিন আহমেদ, মো. সাগর আহমদ আলি, মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দও কর্মশালায় অংশ নেন। ৩১ দফার গুরুত্ব ও কর্মসূচি নিয়ে বিএনপি নেতারা বলেন , বিএনপির ভারপ্রাপ্কত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা দেশের সকল শ্রেণির মানুষের কাছে তুলে ধরার জন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মশালার মাধ্যমে কর্মীদের মাঝে দলীয় আদর্শ ও নীতিমালা ছড়িয়ে দেওয়া হয়েছে। কর্মশালাকে ঘিরে উত্তরা পূর্ব থানা এবং আশেপাশের এলাকা সাজসজ্জায় মুখরিত ছিল। প্রধান সড়কগুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত করা হয়। আব্দুল্লাহপুর, কসাইবাড়ি, জয়নাল মার্কেট, হাউস বিল্ডিং, ৮ নম্বর রেলগেট, দেওয়ান সিটি, কাঁচাবাজার, জামতলা, ফরিদ মার্কেট, এবং জসিম উদ্দিন রোডে বড় বড় ফেস্টুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, এবং তারেক রহমানের ছবি ও নাম শোভা পাচ্ছিল।