শাহজালাল দেওয়ান,উত্তরা ,ঢাকা: ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে উত্তরা পশ্চিম থানার বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশনায় এবং মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানার ৮টি স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে। রবিবার উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে এই কর্মসূচির অংশ হিসেবে অসংখ্য সাধারণ পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহণ করতে দেখা যায়। ইফতার বিতরণ কার্যক্রমের সময় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান হাসান জানান, উত্তরা পশ্চিম থানার ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং মহানগর বিএনপির সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি ঈদের আগ পর্যন্ত চলবে। প্রতিদিন ২ থেকে ৩ হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। তিনি বলেন রমজানের এই পবিত্র সময়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানবতার সেবায় অবদান রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় কল্যাণের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার বিতরণ কার্যক্রমে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী জাফরান, কার্যকরী সদস্য আনোয়ার প্রধান, মীর হোসেন মুসা, মোহাম্মদ সুমনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন