নরসিংদী মাধবদী থানাধীন শেখের চর সাকিনাস্ত বাবুরহাট বাজার ধূমকেতু মাঠ সংলগ্ন বশির মিয়ার বিলডিং থেকে,ফায়ার সার্ভিস ও মাধবদী থানা পুলিশ এবং শেখেরচর ফাঁরির ইনচার মোঃমাসুদ, এসআই অজিত উপস্থিতিতে মোঃ রাজু (৩৫) কে জুলান্ত লাস উদ্ধার করা হয়। বিশেষ সূত্রে জানা যায় মোঃ রাজু মিয়া তার স্ত্রী মোছাম্মৎ মানছুরা আক্তার (২৮) কে হত্যা করে নিজে আত্মহত্যা করে । মোঃ রাজু মিয়ার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানান এলাকাবাসী। মৃত, আলী মোহাম্মদ, এর ছেলে রাজু মিয়া সাং বালুসাইর , মাধবদী থানা একই গ্রামের বাসিন্দা রাজু মিয়ার স্ত্রী মোসাঃ মানছুরা আক্তার।
বর্তমান লাস দুটি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।
নরসিংদী প্রতিনিধি //মোহাম্মদ মাসুদ