সুনামগঞ্জের ছাতকের ১নং ইসলামপুর ইউনিয়নের বিশিষ্ট শালিশী ব্যক্তিত্ব হাদাচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম হাজী ওয়ারিছ আলী সরকার সাহেবের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪-০৪-২৫) ইং বিকেলে উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে স্থানীয় ইসলামবাজার (মরাগাং) বাজরে এ শোক সভা সম্পন্ন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার আব্দুল মছব্বির সাহেবের সভাপতিত্বতে এবং বর্তমান মেম্বার জনাব আলী হোসেনের আয়োজনে এবং পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইসলাম বাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তাওহীদ ইসলাম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব এডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বাতির আলী সাহেব, হাদা পান্ডব ইসলাম বাজার মাদ্রাসার প্রাধান শিক্ষক কবি জহির মোহাম্মদ।বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সুনাফর আলী সাহেব, জনাব আব্দুস সুবহান সাহেব, আয়না মিয়া সাহেব, রব্বুল মিয়া সাহেব, ফারুক মিয়া সাহেব, মরহুম ওয়ারিছ আলী সরকার সাহেবের সুযোগ্য উত্তরসূরি ডা. ইউনুছ আলী সাহেব প্রমুখ।পরে হাদা পান্ডব ইসলামবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার কবি জহির মোহাম্মদ সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।