অপারেশন ডেবিলহান্ট বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান জমির(৫২), মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া (৪০), কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ মিয়া (৩৮)।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।###
(নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধি মাছুম মিয়া