বোরো মৌসুমে খুশির আমেজে শষ্যভান্ডার খ্যাত বৃহত্তর চলনবিল
ফলন ও দামে খুশি চলনবিল অঞ্চলের কৃষক
শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান কাটার উৎসব । একইসাথে চলছে মাড়াই। সোনালী ফসল ঘরে তোলার এক মহাব্যাস্ততায় সময় পার করছে এ অঞ্চলের কৃষক পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে আশেপাশের দিনমজুরেরা ফসল কাটার কাজে সহযোগিতা করছে এ অঞ্চলের কৃষকদের গরুগাড়ি, মহিসের গাড়ি,ও ঘোড়া গাড়িতে করে বিস্তীর্ণ মাঠ থেকে ফসল নিয়ে আসছেন কৃষকের খোলায় ফলন ভালো এবং দাম বেশি হওয়ায় খুশি এ অঞ্চলের কৃষক
নাটোরের সিংড়া উপজেলা প্রতিনিধি কাবিল উদ্দিন কাফি,র তথ্য ও প্রতিবেদনে বিস্তারিতঃ