নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ড ও তারাবো পৌরসভার সরকারি সম্পত্তি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ৬ মে মঙ্গলবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার দিঘি বরাবো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম। অভিযানে পানি উন্নয়ন বোর্ড ও তারাবো পৌরসভার সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে বিল্ডিং, মার্কেট ও গোডাউনসহ ৫০ টি দোকান উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এন আনোয়ারসহ পুলিশ, আনসার ও পৌরসভার কর্মকর্তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মাছুম মিয়া