বৈষম্য বিরোধী হত্যা মামলার একাধিক আসামি আওয়ামী লীগের নেতা টি এন্ড টি মিলনের চারটি গাড়ি টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দিয়ে আটক করেছে পাওনাদার আতিক। পরে দুই থানার সমন্বয়ে চারটি গাড়ি পূর্ব থানায় জমা রাখে। কোন এক সময় পাওনাদার আতিক কে না জানিয়ে টাকা খেয়ে চারটি গাড়ি ছেড়ে দেয় পূর্ব থানার ওসি ও এসআই বাইজিদ নেওয়াজ সহ। বাদী আতিক এর বক্তব্য টাকা খেয়ে পুলিশ গাড়ি ছেড়ে দিয়েছে। পরে দায়ভার এরাতে তড়িঘড়ি করে আতিকের পক্ষে মামলা ন্যায় পূর্ব থানার ওসি। ডিজিটাল প্রযুক্তির এই যুগে এখন আর চালাকি কাজে লাগে নাই বলে জানান ভুক্তভোগী