ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্যার এফ রহমান শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৫ মে ২০২৫, রোজ বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজের পাশের সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে কলেজ ছাত্রদলের মোঃ মানিক হোসেন বলেন, “শাহরিয়ার আলম সাম্য ছিলেন একজন মেধাবী, আদর্শবান ও সাহসী ছাত্রনেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড ছাত্রসমাজসহ পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের মোঃ সাহেদ হোসেন, মোঃ আফজাল হোসেন, মোঃ আদিল হোসেন সহ কলেজ ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী।