গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রতিবন্ধীর জমিসহ মার্কেট দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।পরিবারের পক্ষে সেলিনা আক্তার জানান, উনার স্বামী আব্বাস আলীর মালিকানাধীন জমি সহ মার্কেট দখল করে নিয়েছেন গিলারচালা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে বাসেত আলী, ফরিদ মিয়ার ছেলে খলিল মিয়া। তিনি জানান, উনার স্বামী আব্বাস আলী ৩ বছর যাবত প্যারালাইসিস আক্রান্ত থাকায় আব্বাস আলীর মালিকানাধীন জমি সহ মার্কেট জবরদখল করে নেওয়ার হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করছেন বাসেত আলী। সেলিনা আক্তার বলেন, বিবাদীগন আমার স্বামীর মালিকানাধীন ৪ টি দুকান জবরদখল করে রাখে। আমি নিরুপায় হয়ে বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত গাজীপুর এ পিঃ মোঃ নং ১৫৬৭/২০২৩ মামলা দায়ের করি। তারপর বিবাদীগণ আমার স্বামীর মালিকানাধীন ৪ টি দুকান বুঝিয়ে দিবে এবং আমাদেরকে অত্যাচার করবে না মর্মে মোচলেকা প্রদান করলেও তারা অত্যাচার বন্ধ রাখেনি এবং দুকান বুঝিয়ে দেয়নি।
গত ২০ এপ্রিল ২০২৫ সেলিনা তার স্বামীর মালিকানাধীন বাড়ির পূর্ব পাশের জমিতে বেড়া দেওয়ার প্রয়োজনে বাশ কাটতে গেলে সেখানে বাসেত আলী সহ তার অনুসারীগণ সেলিনাকে বাশ কাটতে বাধা দেয় এবং সেলিলাকে মারধর সহ শ্লীলতাহানি ঘটায়। সেলিনার চিৎকারের শব্দে আশেপাশের লোকজন এসে সেলিনাকে উদ্ধার করে।পরবর্তী সময়ে বাসেত আলী সেলিনার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় এবং সেলিনার স্বামীর গাছ পালা সহ জমি জবরদখলের হুমকি প্রদান করে।এ বিষয়ে ভুক্তভোগী সেলিনা আক্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।
মোমেন আকন্দ (শ্রীপুর উপজেলা প্রতিনিধি)